আগুনের লেলিহান শিখা থামালো শুলকবহরের ডোবা

ভবন তুলতে ডোবাটি ভরাট হবে শীঘ্রই

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মোড় থেকে মুরাদপুর যেতে হাতের বামেই কাতলপীরের মাজারসহ দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের পরই ডেল্টা হেলথ কেয়ার। ডেল্টার বিপরীতেই ডেকোরেশন গলি। গলিতে প্রবেশ করতে হাতের ডানে একটা ওয়ার্কশপ। বামে সীমানা প্রাচীর। প্রাচীরের আড়ালেই ৩ থেকে ৪ শতক আয়তনের একটা পরিত্যক্ত ডোবা। ডোবায় ভাসছে কলমীলতা, কচুরিপানাসহ বিভিন্ন আগাছা। কিন্তু এই পরিত্যক্ত ডোবার পানি শুক্রবার (২৪ জানুয়ারি) সকালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে রেখেছে প্রধান ভূমিকা।

এলাকাবাসী জানান, ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ওই ডোবাসহ মোট ১৬ কাঠা জায়গা কিনেছে। ডোবাটি ভরাট করার কথা আরো আগে। সেই লক্ষে সীমানা প্রাচীর তৈরি করেছে। ছোট ছোট স্থাপনা সরিয়ে বহুতল ভবনের পরিকল্পনা বাস্তবায়নও তারা শুরু করেছে ইতোমধ্যে।

ডেল্টা হেলথ কেয়ার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিস্তারিত না বললেও আগামী কয়েক মাসের মধ্যে তাদের বহুতল ভবনের কাজ শুরু করার কথা স্বীকার করেছেন। এতে বিষয়টি নিশ্চিত যে, ডোবাটি ভরাট হয়ে যাচ্ছে।

জলাশয় ভরাটের বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীল সংস্থা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বিষয়টি তারা দেখবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ ডেকোরেশন গলিতে আগুনে তিন শতাধিক বসত ঘর জ্বলে ছাই হয়ে যায়। উদ্ধার কাজে আহত হয়েছেন ৩০ জনের বেশি। দায়িত্বশীল কোন সংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ ঘোষণা না করলেও ক্ষতিগ্রস্থদের দাবি আগুনের ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য ৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

রেডক্রিসেন্ট কর্মী মো. ফয়সাল জানান দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা ৩৬ জন নারী পুরুষকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, যারা উদ্ধার কাজ করতে গিয়ে কারও হাত কেটেছে, কারও পা। আবার কারো গায়ে ঘরের ভারী জিনিস পড়ে আঘাত প্রাপ্ত হয়েছেন। কেউ কেউ ধোয়ায় শ্বাসকষ্টে পড়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটে আমরা ফোন রিসিভ করি। সাথে সাথে আমাদের তিনটা ইউনিটের গাড়ি আসা শুরু করে। প্রধান সড়ক থেকে গলিতে প্রবেশ করতে পেরেছে আমাদের মাত্র একটা গাড়ি, তাও স্পট পর্যন্ত আমাদের গাড়ি যেতেই পারেনি। গলির সড়কের উপর একটা দোকান, সাথে সড়কেই বিদ্যুতের খুঁটি। আমাদের গাড়িতে থাকা পানি, একটা বাড়ির রিজার্ভ ট্যাংকিতে থাকা পানি শেষ হতে হতে একটি ডোবার সন্ধান আমরা পাই। সেই ডোবা থেকে পানি টেনেছি। ৫০ মিনিট প্রচেষ্টায় আগুন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!