আগুনের ধারেকাছেও যেতে পারেনি দমকলের গাড়ি

শুলকবহর বস্তিতে আগুন

চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় পুরাতন ওয়ার্কশপ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি পাঠানো হলেও ঘটনাস্থলের কাছে ঘেঁষতে পারেনি একটি গাড়িও। পরে দূর থেকে হুস পাইপের সাহায্যে পানি ছিটিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়।

সরু রাস্তার কারণেই এমন বিড়ম্বনার শিকার হতে হয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ১১টার মধ্যেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নেয়া গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শুলকবহরের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আমাদের ১৫টি গাড়ি পাঠানো হলেও একটি গাড়িও ঘটনাস্থলের কাছে যেতে পারেনি। মূলত সরু রাস্তার কারনেই গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে আমরা হুস পাইপের মাধ্যমে দূর থেকে পানি ছিটিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়েছি।

সকাল ১১টার মধ্যেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের দাবি করে তিনি বলেন, আমদের গাড়িগুলো ছাড়া আশপাশে পানির আর কোন উৎস ছিলনা। গাড়িগুলোও ভেতরে নেয়া যায়নি। তারপরও আমরা ১১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

এআরটি/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!