চকবাজারের মিষ্টিমুখসহ ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড চার লাখ

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আইসক্রিম বানানোর দায়ের চট্টগ্রাম নগরীর দুই ফ্যাক্টরি মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর দায়ে দুই হোটেলকে জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা।

রোববার (৫ মে) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ অভিযান চালান।

অভিযানে নগরীর চকবাজারের মিষ্টি মুখকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর দায়ে এক লাখ টাকা, চট্টগ্রাম মেডিকেল মেইন গেট এলাকার পিরাণী হোটেলকে ১ লাখ এবং কেমিক্যাল দিয়ে আইসক্রিম বানানোর দায়ে বহদ্দারহাটের সারা আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লাখ ও চান্দগাঁওয়ের নাজের ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরীসহ নগর পুলিশের একটি দল উপস্থিত ছিল।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!