ফেরিঘাটে কলেজছাত্রীর মৃত্যু, মামলা—টেম্পু চালক আটক

চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপে কলেজছাত্রী ফাতেমা তুজ জোহরার মৃত্যুর ঘটনায় চালককে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে টেম্পু চালক রেজাউল করিম জিসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টেম্পু চালক রেজাউল করিম জিসান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত কলেজছাত্রীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় এই মামলা দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পুটি জব্দ ও টেম্পু চালককে আটক করা হয়েছিলো। মামলা দায়েরের পর চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকাল ১০টার দিকে বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরীর একটি কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপে শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মারা যান। তিনি বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির মো. হাসানের মেয়ে।

বিএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!