চট্টগ্রামে আস্থা’র বইপড়া উৎসব শনিবার

সামাজিক সংগঠন আস্থা’র (অ্যাসোসিয়েশন টুয়ার্ডস হারমোনি) আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) বসবে ‘বই পড়া উৎসব ২০২০’।

বিকেল ৩টায় নগরের কর্ণেল হাট ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডার গার্টেন চত্বরে শুরু হচ্ছে এ উৎসব। এতে থাকবে পাঠক–লেখক মুখোমুখি শিরোনামে একটি আয়োজন।

উৎসবে পাঠকের মুখোমুখি হচ্ছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি, লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার।

সংগঠনের উপদেষ্টা টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মুকেশ দত্ত।

উৎসব আয়োজনে জাদু পরিবেশন করবেন জাদুশিল্পী শিপন চক্রবতী।

উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী উপহার হিসেবে পাবেন বই। এছাড়াও উৎসব আয়োজনে থাকবে গল্প লেখার আসর। এতে বিজয়ী শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা পুরস্কারের ব্যবস্থা। অনুষ্ঠানের আহবায়ক দিবাকর দাশ, সমন্বয়ক জুয়েল শীল ও সদস্য সচিব সুজন দত্ত সকল প্রতিযোগিকে যথাসময়ে উৎসবে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!