চট্টগ্রামে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন

সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে মানবন্ধন করেছে কার ফ্রি এলায়েন্স বাংলাদেশ ও ইনস্টিটিউট অব ওয়েল বিং।

বুধবার (১৯ জুন) নগরীর রউফাবাদ কলোনির চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব পাঁচলাইশের সহ-সভাপতি আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন ক্যাব বিভাগীয় সংগঠক জহুরুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা নবিউল ইসলাম, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক জানে আলম, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, আইএসডিই বাংলাদেশের রহিমা আখতার, ক্যাব চান্দগাঁওয়ের সেলিম সাজ্জাদ, ক্যাব পাঁচলাইশের সেলিম জাহাঙ্গীর, ক্যাব ডিপিও শাম্পা কে নাহার, জেড এইচ শিহাব, শাকিল আহমেদ মুন্না, জাবেদ আলম শাহীন, রেশমী আখতার, মুক্ত শেখ মুক্তি, দীপ্ত ঘোষ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিদিন যানজটের কারণে হাজার হাজার ঘণ্টা অপচয়ের ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যহত হচ্ছে। সময় অপচয়ের কারণে অনেকেই পরিবারের সদস্যদের সময় দিতে পারছে না। যানজটে বসে থাকা যানবাহনগুলোতে পুড়ছে মূল্যবান জ্বালানী। যানবাহন হতে নির্গত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মারাত্মক দূষণ সৃষ্টি করছে। প্রচণ্ড শব্দ ও বিষাক্ত ধোঁয়ায় মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জটিল রোগে। রাজধানী ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হচ্ছে। যার বাৎসরিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ২০২৫ সাল নাগাদ যানবাহনের গড় গতি দাড়াবে ঘন্টায় ৪ কিলোমিটার। যান্ত্রিক যানের আধিক্যের কারণে বায়ু দূষণ, শব্দ দূষণ, সময় অপচয়, খোলা জায়গার সংকট এবং সড়ক দুর্ঘটনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা যদি আমাদের নগর জীবনে হয় তাহলে আগামী প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ নগরী বির্নিমাণ, শুধু অসম্ভব নয় কল্পনা ছাড়া কিছু হবে না।’

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!