সার্কিট হাউজে ইউনিসেফের অর্ধ-বার্ষিক পর্যালোচনা সভা

ইউনিসেফের অর্ধ-বার্ষিক পর্যালোচনা সভা বুধবার (১৯ জুন) সকাল দশটায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

তিনি বলেন, তিন পার্বত্য জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য সেবা, ওয়াশ, স্যানিটেশন, হাইজিন বিষয়ে কাজ করতে সরকারের স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বেসরকারি সংস্থা ইউনিসেফ অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার)দীপক চক্রবর্তী। সঞ্চালনা করেন ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার আম্বারিন খান।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর ও ইউনিসেফ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় হেড অব জোন মাধুরী ব্যনার্জী।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক (স্থানীয় সরকার)নুসরাত সুলতানা।
মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশু ও মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য-সেবা, ওয়াশ, শিশু সুরক্ষা, যোগাযোগ উন্নয়ন, স্যানিটেশন, নিউট্রিশন, হাইজিন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা.আবদুস সালাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক মো. জান-ই আলম, ইউনিসেফের মনিটরিং অফিসার গাজীউল হাসান মাহমুদ, ইউনিসেফের হেলথ অফিসার ডা.তাহমিনা বানু, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের নিউট্রিশন বিশেষজ্ঞ ডা. ইউ বা সুই চৌধুরী, নিউট্রিশন বিশেষজ্ঞ প্রজ্ঞা মত্মমা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সুপারিনটেন্ডেন্ট সাফিনা নাজনীন, ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিষয়ক কর্মকর্তা আফনান বানু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা কর্মকর্তা ফ্লোরা জেসমিন দীপা ও বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক নাজমুল ইসলাম।

সভায় ইউনিসেফসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!