সিভাসুতে ছাত্রকে কলার ধরে হেনস্তা প্রক্টরের

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তিতে জিপিএ কমানোর দাবিতে আন্দোলনে এক ছাত্রের কলার ধরে হেনস্তা করার অভিযোগ উঠেছে প্রক্টরের বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ জুন) বিকাল ৩টায় খুলশী থানার ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেজবাহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের মাস্টর্স প্রথম সেমিস্টারের ছাত্র শরিফুল ইসলাম সৈকতের কলার ধরে হেনস্তা করেন।

আরও জানা গেছে, দেশের বিভিন্ন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির জন্য জিপিএ ৩ পয়েন্ট চাওয়া হয়েছে। শুধুমাত্র যশোর ও চট্টগ্রাম ভেটেরিনারিতে ৩.২৫ চাওয়া হয়েছে। এই জিপিএ পয়েন্ট কমানোর দাবিতে ভিসি বরাবরে ছাত্ররা আবেদন করেন। দুপুরে লিখিত আবেদনের প্রেক্ষিতে ছাত্ররা ভিসির সঙ্গে দেখা করতে গেলে প্রক্টর মো. মেজবাহ উদ্দিন ওই ছাত্রের কলার চেপে ধরেন।

ভুক্তভোগী ছাত্র শরিফুল ইসলাম বলেন, ‘তিনি (প্রক্টর) আমার কলার ধরে হেনস্তা করেছেন। একইসঙ্গে ভিসিকেও ধাক্কা দিয়ে গেটের ভেতরে নিয়ে যান।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভিসি এএসএম লুৎফুল আহসান ধাক্কা দেওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করেন। পরে চট্টগ্রাম প্রতিদিনের হাতে ভিডিও ফুটেজ রয়েছে জানালে তিনি চুপ হয়ে যান।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!