সাতকানিয়ায় পুলিশের হাতে ধরা সাইফুলের দোসর সেই ‘ডাকাত বগা’

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মাদক মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে ডাকাত বগা পুলিশের হাতে ধরা পড়েছেন। তিনি সাতকানিয়ার চরতী এলাকার ত্রাস সাইফুলের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে সাতকানিয়া থানা পুলিশের অভিযানে পশ্চিম আমিলাইশ এলাকা থেকে ‘ডাকাত বগা’কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।

দেলোয়ার হোসেন ওরফে বগার (৪০) বিরুদ্ধে সাতকানিয়ার কাঞ্চনা গ্রামে ডাকাতি করতে গিয়ে শিশু হত্যা, অপহরণ, ইয়াবা, ছিনতাই, ডাকাতি ও সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় সাতকানিয়ার সাবেক এমপির স্ত্রী-শ্যালকের ওপর হামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় অপহরণ মামলা আছে।

গত সংসদ নির্বাচনে সদ্য সাবেক সাংসদ আবু রেজা নদভীর স্ত্রীর প্রচারবহরে সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩ নম্বর আসামি ‘ডাকাত বগা’। ওই ঘটনায় এমপির শ্যালক ও চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ২৫ জন আহত হন।

দেলোয়ার হোসেন ওরফে বগা সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকার আলী চাঁন বাড়ির আহমেদ হোসেনের ছেলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!