সদরঘাটের সারদা অয়েল মিলসে নোংরা পরিবেশ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রাম নগরীতে কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং নোংরা পরিবেশে ব্যবসা করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

নগরীর সদরঘাটের সারদা অয়েল মিলসকে কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকায় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৭ মার্চ) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

এছাড়া চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর চৌমুহনী ও দেওয়ানহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চসিক আইন অনুযায়ী সোমবার মাংস বিক্রি নিষেধ থাকার পরও মাংস বিক্রি করায় কর্ণফুলী মার্কেটের ৭ মাংস ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রাস্তা দখল করে বাঁশ বিক্রি করায় এবং পোস্তারপাড় এলাকায় রাস্তার ওপর টায়ার রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!