এতিমখানার ২০ লাখ টাকা মেরে সাতকানিয়ার অধ্যক্ষ কারাগারে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার ২০ লাখ টাকা মেরে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আলম ফারুকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৬ মার্চ) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি এ আদেশ দিয়েছেন। নুরুল আলম ফারুকী গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ। তিনি ওই এতিমখানার তত্ত্বাবধায়কও।

গত ৪ জানুয়ারি শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানার ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন এতিমখানা পরিচালনা কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এএসএম রিদওয়ানুল করিম।

মামলাটি দায়েরের পরপরই অধ্যক্ষ ফারুকী উচ্চ আদালতে জামিন আবেদন করেন। আদালত ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে পরে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

উচ্চ আদালতের ওই নির্দেশনা অনুযায়ী নুরুল আলম ফারুকী রোববার (৬ মার্চ) নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানির পর আদালত আসামিকে কারাগারে পাঠানের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলাটি দায়ের করেন শাহ মজিদিয়া রশিদিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক মুহাম্মদ নুরুল আলম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়েরের দিনই আদালত গ্রেপ্তার পরোয়ানা জারি করেছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!