হালদায় নৌপুলিশের অভিযানে ৬ হাজার মিটার জাল ধ্বংস

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌপুলিশ।

অভিযানে ৬ হাজার মিটার ভাসান জাল ধ্বংস করা হয়।

সোমবার (৭ মার্চ) দুপুরে নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনূল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ সুপার মো. মোমিনূল ইসলাম ভূঁইয়া বলেন, হালদা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার মিটার সুতার ভাসান জাল পাতানো অবস্থায় জব্দ করা হয়েছে। পরে জালগুলো ধ্বংস করা হয়েছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে গত ২ মার্চ অভিযান চালিয়ে জব্দ করা হয় ১০ হাজার মিটার জাল। পরেরদিন ৩ মার্চ আবারো অভিযান চালিয়ে ১৮ হাজার মিটার জাল জব্দ করে নৌপুলিশ।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!