যখন-যেখানে মিলবে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের এক বিজ্ঞপ্তিতে এর আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল এন্ড কলেজের প্রধানগণকে জানানো হয়েছে, নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন থানা ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের চুড়ান্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। নির্ধারিত তারিখে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের সময় প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি/একাডেমিক স্বীকৃতি/স্বীকৃতি নবায়ন ও চলমান কমিটির অনুমোদনপত্রের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দিতে হবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে একইসঙ্গে জানানো হয়েছে রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুলক্রটি থাকলে তা ২০২১ সালের ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে বোর্ডে আবেদন করে সংশোধন করা যাবে।

রোববার, ১৩ ডিসেম্বর ২০২০

কোতোয়ালী, মিরসরাই, চন্দনাইশ, কুতুবদিয়া ও কাউখালী।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

পাঁচলাইশ, রাউজান, রামু ও কাপ্তাই।

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

বন্দর, সন্দ্বীপ, চকরিয়া, বরকল ও বান্দরবান সদর।

রোববার, ২০ ডিসেম্বর ২০২০

সাতকানিয়া, লোহাগাড়া, মহেশখালী, নানিয়ারচর, মানিকছড়ি, রামগড়, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম।

সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

ডবলমুরিং, ফটিকছড়ি, উখিয়া, জুরাছড়ি, বাঘাইছড়ি, মহালছড়ি ও লামা।

মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

সীতাকুণ্ড, পটিয়া, বাঁশখালী, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা।

বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

চান্দগাঁও, হাটহাজারী, বোয়ালখালী, কক্সবাজার সদর, রাঙ্গামাটি সদর, পানছড়ি, রুমা ও লক্ষ্মীছড়ি।

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

পাহাড়তলী, রাঙ্গুনিয়া, আনোয়ারা, থানচি, পেকুয়া, দিঘীনালা ও লংগদু।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!