মোদির দেখা পেতে বিএনপির তালিকা, আছেন খসরুও

একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করছে বিএনপি। আবার অন্যদিকে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য দৌড়ঝাঁপ করছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতীয় দূতাবাসে বিএনপির পক্ষ থেকে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য ৫ জনের একটি নামের তালিকা দেওয়া হয়েছে। বিএনপির নেতারা আনুষ্ঠানিক ওই চিঠিতে বলেছেন যে, নরেন্দ্র মোদির সঙ্গে তারা সুবিধাজনক সময়ে তারা সাক্ষাৎ করতে চান।

উল্লেখ্য যে, মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন। ১৮ মার্চ তিনি ভারতে ফিরে যাবেন। ব্যস্ত সফরসূচিতে দুইদিনের এই সফরে শেষ পর্যন্ত মোদির সঙ্গে বিএনপি নেতারা সাক্ষাৎ করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি ভারতীয় দূতাবাস।

মোদির সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপির পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে যাদের নাম আছে, তারা হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!