বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৮ মে) সন্ধ্যা ৬টায় লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।

অবমুক্তের সময় কাপ্তাই পাল্পউড বাগান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন মিয়াসহ অন্যান্য বন কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বন বিভাগের রাজস্থলী রেঞ্জ থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন মিয়া জানান, শনিবার রাত ৮টার দিকে কাপ্তাই পাল্পউডের আওতাধীন রাজস্থলী রেঞ্জের গহীন অরণ্য থেকে এক পাচারকারী লজ্জাবতী বানরটি পাচার করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে বলে খবর পাই। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হন বন বিভাগের সদস্যরা। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ফেলে পালিয়ে যায়।

‘রেড লিস্টে’ থাকা সংকটাপন্ন বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি ছেড়ে দিলে একটি গাছের ওপর ওঠে যায়। ওইসময় বন বিভাগের সদস্যরা বানরটি উদ্ধার করে বলে জানিয়েছেন তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!