বাজারে পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন

চট্টগ্রাম নগরীর সব হাটবাজারের পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধে কঠোর হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)। পলিথিনের ব্যবহার কেবল পরিবেশের ক্ষতিই করছে না পাশাপাশি জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টলা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মো. কায়ছার আলী চৌধুরীর সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘পলিথিনের ব্যবহার বন্ধে সামাজিক সচেতনতার প্রয়োজন। সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন নিষিদ্ধ করলেও নগরীর হাটবাজারের পলিথিনের ব্যবহার চলছে।’

তিনি বলেন,’শিগগিরই নগরীর চসিক নিয়ন্ত্রিত বাজারসমূহে পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে।’

চট্টলা উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা মো. কায়ছার আলী চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত ৪ বছর ধরে যত্রতত্র পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন করে যাচ্ছি। বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের বা পাটের ব্যাগ ব্যবহার বিষয়ে চসিক প্রশাসক শিগগিরই ব্যবস্থা নেবেন।’

আদর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!