প্যাকেটে অগ্রিম তারিখ লাগিয়ে পণ্য বিক্রি করছে থাইফুড

চট্টগ্রামের পাঁচলাইশে পণ্যের প্যাকেটে অগ্রিম উৎপাদনের তারিখ বসিয়ে পণ্য বিক্রি করছে থাইফুড। এমন খবর পেয়ে হামজারবাগ থাইফুড কারখানায় অভিযান পরিচালনা কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

এ সময় কারখানার শ্রমিক-কর্মচারী স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় তাদের সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ভোক্তা অধিকার ও সিটি করপোরেশন আইনে থাইফুড কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একইদিন অভিযান পরিচালনা করে বন্দর থানার ঈসানমিস্ত্রী হাট এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং, রাস্তা ও ফুটপাতে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১১ ব্যক্তিকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!