৩৩ বছর পর চন্দনাইশের এসএসসি ৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ আড্ডা ও স্মৃতিচারণা

৩৩ বছর পর চট্টগ্রামের চন্দনাইশে এসএসসি ৯১ ব্যাচ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এদিনে সতীর্থরা আনন্দ আড্ডা, গল্প ও ছাত্র জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থনে মেতে ওঠে। ২৫ বিদ্যালয়ের প্রায় ৩০০ জন সাবেক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেয়।

৩৩ বছর পর চন্দনাইশের এসএসসি ৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ আড্ডা ও স্মৃতিচারণা 1

শুক্রবার (২৪ মে) চন্দনাইশের শুচিয়ার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩৩ বছর পর চন্দনাইশের এসএসসি ৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ আড্ডা ও স্মৃতিচারণা 2

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকে স্মৃতিচারণ করেন। এ সময় তারা বলেন, ‘বন্ধু মানে ভিন্ন দেহে, অভিন্ন এক মন; বন্ধু মানে একের প্রতি, অপর আর একজন’। প্রত্যেক জিনিস যত নতুন হয় তত উৎকৃষ্ট হয়, আর যত পুরনো হয় তত নিকৃষ্ট হতে থাকে। একমাত্র বন্ধুত্ব এক্ষেত্রে ব্যতিক্রম—বন্ধুত্ব যত পুরনো হয়, তত উৎকৃষ্ট হতে থাকে। যদিও প্রযুক্তির যুগে মানুষ এখন ফেসবুককেন্দ্রিক, যেখানে ‘ডিজিটাল ফ্রেন্ড’র অভাব নেই। কিন্তু সত্যিকারের প্রকৃত বন্ধুর অভাব রয়ে গেছে অনেক বেশি।

‘আমাদের পথচলা বন্ধুত্বে’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারীয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী ছিলেন।

অনুষ্ঠানে দীর্ঘ সময় পর সামনাসামনি দেখা হয়ে অনেকেই হারিয়ে যান স্মৃতির ভেলায়। কেউ ব্যস্ত ছিলেন কুশল বিনিময়ে, কেউ আবার সৌহার্দ্যে মিলিয়েছেন বুক। অনেকেই খুলেছেন গল্পের ঝাঁপি। এরই মধ্যে একজন বলে উঠলেন,‘ আজ কোনো স্মৃতি নেই, সব কিছুই জীবন্ত মনে হচ্ছে’।

অনেকে আবার চেহারা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুল বন্ধু। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠীদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে।

স্মৃতিচারণ করতে গিয়ে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। যার মাধ্যমে চন্দনাইশের অস্বচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা, অসহায় গরীব-দুস্থ মানুষের সাহায্য করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে সক্ষম হবে। এগিয়ে যাক প্রাণের শিকড়, প্রাণের সংগঠন চন্দনাইশের প্লাটফর্ম ৯১ ব্যাচ। সুন্দর আগামী রচনা করাই হোক এসএসসি ৯১ ব্যাচ’র মূলমন্ত্র।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!