রান্নাঘরের আগুনে পুড়ল ১৩ বসতবাড়ি, ক্ষতি ৪০ লাখ

চট্টগ্রামের সাতকানিয়ায় রান্নাঘরের আগুনে ১৩ বসতবাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় কালিয়াইশ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কাটগড় জলদাসপাড়ায় এই আগুনের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক নগদ টাকা, ২০ ভরি স্বার্ণালংকারসহ ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্তরা হলেন মনোরঞ্জন জলদাস, সুভাষ জলদাস, মধু জলদাস, বলরাম জলদাস, সৌরভ জলদাস, দিলীপ জলদাস, শুফাল জলদাস, নাইয়্যা জলদাস, নিলয় জলদাস, রাজমনি জলদাস, দ্বীপমনি জলদাস, স্বপন জলদাশ ও কমল জলদাস। এছাড়া একটি সামাজিক পূজামণ্ডপও পুড়ে গেছে।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে আপাতত দুটি করে কম্বল দেওয়া হয়েছে।

এদিকে কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমেদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে চাউল, কম্বল, বালিশ, পাটিসহ নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!