আনোয়ারার রাজনীতি সিন্ডিকেটের হাতে জিম্মি— চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় নির্বাচনী উঠান বৈঠকে রাজনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান উঠেছে।

শনিবার (২৫ মে) রাত ১০টার দিকে বরুমচড়া আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনেকটা জনসভায় রূপ নেয়।

এতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক বলেছেন, আনোয়ারার রাজনীতি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে আছে। এই সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আবুল বশর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইয়াছিন হিরু, দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

নির্বাচনে কাজী মোজাম্মেল হক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সমর্থন পাচ্ছেন।

কাজী মোজাম্মেল বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ২৯ মে’র নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!