ধর্মের নামে নৈরাজ্য পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারী—আরশেদুল আলম বাচ্চু

নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের নামে উগ্রপন্থী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর থানায় এবং পুলিশের ওপর হামলা-ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটি সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি জিইসির মোড় হয়ে ওয়াসার মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আরশেদুল আলম বাচ্চু বলেছেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন আমাদের জন্য আনন্দের ও গর্বের। কিন্তু এদেশের পাকিস্তানি প্রেতাত্মা উগ্রপন্থী সাম্প্রদায়িক মৌলবাদ গোষ্ঠী খুশী নয়। অহেতুক পাকিস্তানী এজেন্ডা বাস্তবায়নে স্বাধীনতা দিবসের দিন সারাদেশে অরাজকতা ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। যা দেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্টের চক্রান্ত লিপ্ত।

তিনি বলেন, ধর্মের দোহায় দিয়ে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী একাত্তরে স্বাধীনতার বিরোধীতা করেছে আর এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিরোধীতা করছে। ইসলাম শান্তির ধর্ম বিশৃঙ্খলার ধর্ম নয়, ইসলামের নাম বিক্রি করে কাঠমোল্লারা ফতোয়া দিচ্ছে। এদেশের ধর্মপ্রাণ মানুষের ধোকা দিয়ে বোকা বানাচ্ছে।

রোববার হরতালের প্রতিবাদ জানিয়ে বাচ্চু বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে প্রয়োজনে রক্ত দিয়ে স্বাধীনতার মান রক্ষা করবে। কিছুইতে হরতালের নামে ভাংচুর নৈরাজ্য সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। জাতির জনকের আদর্শের সৈনিকরা রাজপথে সোচ্চার থেকে সকল অপশক্তিকে মোকাবেলা প্রস্তুত।

ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশ বক্তৃতা করেন মহানগর ছাত্রলীগের সাবেক পরিবেশ সম্পাদক খোরশেদ আলম, গোলাম সামদানী জনি, আলী হায়দার, রফিকুল আলম রুবু, আলাউদ্দিন আলো, দেলোয়ার হোসেন মিন্টু, নাজমুস সাকিব, নগর ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত কচি, এম এ হালিম মিতু, খোরশেদ আলম মানিক, মাহমুদুর রশিদ বাবু, সৈয়দ আনিসুর রহমান, এম হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শরফুল আনম জুয়েল, মিজানুর রহমান, সুলতান মাহমুদ ফয়সাল, ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, আনসার উল্লাহ সৌরভ, মো. শাকিল, আরজু ইসলাম বাবু, আবু হানিফ রিয়াদ, কাজী মাহমুদুল হাসান রনি, রুবেল সরকার, নুরুন্নবী সাহেদ, রাকিব হায়দার, ইমরান হোসেন, রবিউল হোসেন খুকু, আব্দুল্লাহ আল নোমান, জুয়েল সিদ্দিকী, ইমাম হোসেন ইমন, শাহাদাত হোসেন হীরা, মাহফুজ হোসেন, আব্দুল আল আহাদ, আব্দুল হাকিম ফয়সাল, মুজিবুর রহমান, নুরুদ্দিন তুফান, আরিফুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, নয়ন উদ্দিন, আবু সাঈদ মুন্না, জাহিদুল ইসলাম, আওরাজ ভুইয়া রনক, সালাউদ্দিন আরজু, সোহেল তালুকদার, হাসান রোমেল, সাদ্দাম হোসেন, আশিকুর রহমান প্রিন্স, রাইসুল ইসলাম আকাশ, মহিউদ্দিন মাহি, মিজানুর রহমান মিজান, আমির হোসেন, রিজান চৌধুরী, নুরুজ্জামান বাবু, তৌফিক চৌধুরী, মো. জিয়া, ইউসুফ আলী বিপ্লব, ওমর গনি, আসিফ টিপু প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!