দেশে শনাক্ত হলো আফ্রিকান ‘সোয়াইন ফিভার’, ৮১ শূকরের মৃত্যু

রাঙামাটির শূকর উন্নয়ন খামারে আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৮১টি শূকর। প্রথমে অজ্ঞাত রোগ হিসেবে প্রাণিসম্পদ কর্মকর্তারা ধারণা করলেও ল্যাবরেটরির রিপোর্টে জানা গেছে, এটি আফ্রিকান সোয়াইন ভাইরাস।

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. তুষার কান্তি চাকমা বুধবার (২২ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে এবারই প্রথম আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ ভাইরাসের জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছেন এই প্রাণিসম্পদ কর্মকর্তারা। এ ভাইরাসে মৃত্যু ঝুঁকিহার বেশি থাকায় আক্রান্ত শূকর রক্ষা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। এছাড়া বাণিজ্যিকভাবে শূকর পালনকারী খামারিদের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে রাঙামাটি জেলা সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে প্রতিষ্ঠা করা ‘শূকর উন্নয়ন খামার’। খামারটিতে ২৮০টির মতো শূকর থাকলেও ৮১টি মারা গেছে। আক্রান্ত রয়েছে আরও বহু শূকর। সরকারি উদ্যোগে এটি দেশের একমাত্র শূকর খামার হলেও বাণিজ্যিকভাবে অনেকেই শূকর খামার গড়ে তোলা হয়েছে। আফ্রিকান প্রাণঘাতী ‘সোয়াইন ফিভার’ ভাইরাসের জীবাণু রাঙামাটিতে পাওয়া যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ খামারিদের মাঝেও।

রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. তুষার কান্তি চাকমা বলেন, ‘গত ১৩ নভেম্বর থেকে রাঙামাটির শূকর খামারটিতে শূকরগুলোর মধ্যে রোগের উপদ্রব দেখা যায়। পরে আমরা ১৪ নভেম্বর শূকরের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পাঠাই। সিভাসু কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, এটি কলেরা সদৃশ কোনো রোগ হতে পারে। এরপর আমরা আবারও নমুনা সংগ্রহ করে সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন (সিডিআইএল) ল্যাবরেটরিতে পাঠানোর পর তারা আজ (বুধবার) জানিয়েছে, এটি আফ্রিকান ‘সোয়াইন ফিভার’ ভাইরাস।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!