চকরিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়লো মুদির দোকান ও অটোরিকশা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মুদির দোকান পুড়ে গেছে।

বুধবার (২২ নভেম্বর) ভোর রাতে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ আহমেদ জানান, মধ্যরাত ৩টার দিকে হারবাং ইউনিয়নের নাথ পাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজি অটো রিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। এতে তার ৪ লাখ টাকা দামের গাড়িটি পুড়ে যায়।

এর ঘণ্টাখানেক পর সড়কের পাশে কাজলের মুদির দোকান, হরিশ চন্দ্র নাথের দোকানসহ আরও দুটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কাজলের মুদির দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

হারবাং ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিরোধ কান্তি নাথ বলেন, ‘এই এলাকায় দীর্ঘদিন ধরে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিরাজ রয়েছে। এ ধরনের ঘটনার কথা চিন্তাই করতে পারছি না। কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উত জ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রকিব উর রাজা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি রতন বরণ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সাংবাদিক ছোটন কান্তি নাথ, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি নারায়ন কান্তি দাশ, সহ-সভাপতি রনজিত কান্তি দাশ, সাধারণ সম্পাদক সুনিপ দাশ (সৌরভ)।

চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেও সভাপতি রতন বরণ দাশ বলেন, ‘ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এই ঘটনাটি নাশকতা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এএসপি স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!