চবি ছাত্রলীগের বিজয় ও সিএফসির মারামারি আবার, ক্যাম্পাসজুড়ে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত না হলেও ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।

চবি ছাত্রলীগের বিজয় ও সিএফসির মারামারি আবার, ক্যাম্পাসজুড়ে উত্তেজনা 1

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক কর্মীকে সিএফসির কর্মীরা মারধর করলে ঘটনার সূত্রপাত হয়। পরে তা সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সন্ধ্যায় রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়াছুঁড়ি করে।

পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াসকে কল দিলে তিনি রিসিভ করেননি।

অন্যদিকে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘বিবাহিত ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রুপক রব হলের ঝুপড়িতে চাঁদাবাজি করতে গেলে ছাত্রলীগকর্মীরা তাকে প্রতিহত করে। পরে বিজয় গ্রুপ এটাকে সংঘর্ষে রূপ দিতে চাচ্ছে। এটার সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নাই।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘গতকালের ঘটনার জের ধরে সন্ধ্যায় বিজয়ের এক কর্মীকে সিএফসির কর্মীরা মারধর করলে আবার দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়। পরে তা সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!