মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কৃতিত্ব সনদ পেল পার্কভিউ হাসপাতাল

‘মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও নিষ্পত্তি সংক্রান্ত প্রশিক্ষণ’ কার্যক্রমে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতাল কৃতিত্ব সনদ পেয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) উদ্যোগে চার মাসব্যাপী পাইলট প্রকল্প ‘মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও নিষ্পত্তি সংক্রান্ত প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ মার্চ) দুপুরে পার্কভিউ হাসপাতালের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের হাতে সনদ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে পার্কভিউ হসপিটালের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলী, কাউন্সিলর নূর মোস্তফা টিনু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর মোবারক আলী, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ, জাইকা প্রজেক্ট টিমলিডার মাসাহিরো সাইতো, মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামসহ পার্কভিউ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!