কাশিয়াইশ ইউপি নির্বাচনে অনিয়ম তদন্তের নির্দেশ

পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল প্রচারে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশে দেন। এতে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দিতে বলা হয়েছে।

কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক) মো. কাইছের আবেদন পরিপ্রেক্ষিতে এ নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে ৩১ জানুয়ারি উচ্চ আদালতে রিট আবেদন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাইছ। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য রাখার আদেশ দেন আদালত।

উচ্চ আদালতের নির্দেশে গত ৬ ফেব্রুয়ারি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নসহ ১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!