ওষুধ মজুদ থাকার পরও রোগীদের দেয় না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

দুদকের অভিযান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) অনিয়ম খুঁজে বের করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি টিম বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক এ প্রসঙ্গে বলেন, এই বিশাল হাসপাতালে নানান অনিয়ম দুর্নীতি রয়েছে। আমরা আজ জরুরি বিভাগে এবং পরে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেছি।

দুদকের এই সহকারী পরিচালক বলেন, রোগীদের প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে মজুদ থাকার পরও সরবরাহ করা হয় না। এছাড়া মেডিকেল ইকুইপমেন্ট থাকার পরও সেগুলোর যথাযথ ব্যবহার নেই। আমাদের অভিযানে এসব বিষয় উঠে এসেছে। আমরা তো তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি না। আমরা সুপারিশ করতে পারি। এ বিষয় নিয়ে আমরা হাসপাতাল পরিচালকের সাথে কথা বলেছি। তিনি এই ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযানের বিষয়টি আমরা জানতাম। এ ধরনের অভিযান হোক সেটি আমরাও চাই। আমাদের ও সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমরা সঠিকভাবে হাসপাতাল পরিচালনা ও রোগীদের যথাযথ সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!