আবার ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে

বৃহস্পতিবার (১৫ জুলাই) সারাদেশে আন্তনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেনগুলো পরিচালনা করা হবে।

তবে আপাতত আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শুধু এক সপ্তাহের জন্য ট্রেন চলবে। ঈদ সামনে রেখে রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১২ জুলাই) রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা সাতদিনের জন্য ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। লকডাউনের আগে যে ট্রেনগুলো চলাচল করতো, সেগুলোই চালানোর চেষ্টা করবো।’

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। তবে শুধু কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টারে পাওয়া যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!