এক্সেস রোড মহিউদ্দিনের নামে, তিন মুক্তিযোদ্ধার নামে চত্বর হবে নেভালে

চট্টগ্রামের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মো. ইউনুছকে স্মরণীয় করে রাখতে নেভাল মোড়ে চত্বর নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় মহিউদ্দিন চৌধুরীর স্মৃতিচারণ করে মেয়র বলেন, ‘৩১ বছর আগে শুরু হওয়া এই বিজয় মেলার মধ্য দিয়ে চট্টগ্রামবাসী মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসের বদলে সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছিল। দীর্ঘসময় ধরে আমাদের শ্রদ্ধেয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই বিজয় মেলা হয়ে আসছিল। আমৃত্যু তিনি এই বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মহিউদ্দিন চৌধুরী যে মানসিকতা নিয়ে রাজনীতি করতেন, আমরা যারা তাঁর অনুসারি সেই মানসিকতা ধারণ করে এগিয়ে যেতে হবে।’

নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের এক পাশের কাজ শেষ হয়েছে জানিয়ে সিটি মেয়র বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রাস্তার নাম হবে মহিউদ্দিন ভাইয়ের নামে। আমাদের সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি এটা অনুমোদন হয়ে যাবে।’

এসময় মহিউদ্দিন চৌধুরীর একটি আবক্ষ মূর্তি তৈরির পরিকল্পনার কথা তুলে ধরে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সেখানে যদি জায়গা পাই, তাহলে মহিউদ্দিন ভাইয়ের একটা আবক্ষ মূর্তি তৈরি করবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যানকে বলেছি। তাঁরা সেটা করবেন। ইনশাল্লাহ মহিউদ্দিন ভাইয়ের আবক্ষ মূর্তি হবে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় নেভাল বেসের (নেভাল এভিনিউ) এখানে তিনি (মহিউদ্দিন চৌধুরী), মোছলেম উদ্দিন আহমদ এবং মোহাম্মদ ইউনুছ একসাথে গ্রেফতার হন। এটাকে স্মরণীয় করে রাখতে তিনজনের নামেই এই চত্বর করবো। প্রক্রিয়া শুরু করেছি।’

মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলার কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মনসুর, বদিউল আলম, মহিউদ্দিন রাশেদ, আলতাফ হোসেন বাচ্চু, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফরিদ, পান্টু লাল সাহা, মাহফুজুর রহমান, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, দিদারুল আলম, সৈয়দ মাহমুদুল হক, মহিউদ্দিন বাচ্চু, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন, কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, মমতাজ খান, নিলু নাগ, শৈবাল দাশ সুমন প্রমূখ।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!