দেশের বাজারে অপ্পো এফ১১ প্রো

দেশের বাজারে উন্মোচন হলো পপআপ ও সুপার নাইট মোড ক্যামেরার ফোন অপ্পো এফ১১ প্রো। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এফ১১ প্রো মডেলের লিমিটেড সংস্করণ হিসেবে নিয়ে এসেছে অ্যাভেঞ্জার্স এন্ডগেইম। এফ১১ প্রো ছাড়াও এর আরেকটি সংস্করণ এফ১১ এনেছে প্রতিষ্ঠানটি।

দেশের বাজারে অপ্পো এফ১১ প্রো 1

অপ্পো মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন করে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের এই মডেলটির ফোনে পিছনে ৪৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। যা খুব স্বল্প আলোতে সুন্দর ও ডিটেইলযুক্ত ছবি তুলতে সক্ষম। এটি অন্য যেকোন ক্যামেরার চেয়ে ভালো ছবি তুলতে পারবে বলে দাবি করে অপ্পো।

ফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা। সম্প্রতি অপ্পোকে পপআপ ক্যামেরায় বেশি মনোযোগ দিতে দেখা যাচ্ছে। অপ্পো এফ১১ প্রোর সেই পপ আপ ক্যামেরাটিতে রয়েছে গ্যাভিটি সেন্সর। ফলে কোন ভাবে যদি হাত থেকে ফোনটি পড়েও যায় তবে ক্যামেরার কোন ক্ষতি হবে না। তার আগেই ক্যামেরাটি ফোনটির ভিতরে ঢুকে যাবে।

ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুলস্ক্রিন এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২৩৪০ মেগাপিক্সেল। এর অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!