সুলতানা কামালকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না: হেফাজত

সুলতানা কামালকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না: হেফাজত 1সাম্প্রতিক বির্তকিত মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে সুলতানা কামালকে চট্টগ্রামের মাটিতে নামতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। রবিবার সাংগঠনিক চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্যাহর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা উদ্যোগে শনিবার নগরীর মুরাদপুরে দারুল আরকম মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুহী বলেন, ‘জাতির কাছে সুলতানা কামালকে ক্ষমা চাইতে হবে। যদি তা না হয় বিগত সময়ে এমরান এইচের মতো তাকেও চট্টগ্রামের মাটিতে নামতে দেওয়া হবে না, সুলতানাকে চট্টগ্রামবাসী অবাঞ্চিত নারী মনে করেন।’

হেফাজতের এই নেতা আরও বলেন, ‘সুলতানা কামালের এ দৃষ্টতার খুঁটির জোর কোথায় তা বের করতে হবে। ঢাকা শহর মসজিদের শহর হিসেবে খ্যাত, মূর্তির শহর হলো কোলকাতা। সুলতানা কামালের যদি মসজিদের শহর ভাল না লাগে তাহলে তিনি মূর্তির শহরে চলে গেলে আমাদের আপত্তি নেই, তার উত্তরসূরী তসলিমা তো সেখানেই বসবাস করেন।’

উল্লেখ্য, এর আগে গত ৩০ মে একটি বেসরকারি টেলিভিশনে এক অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সুলতানা কামাল, ডা. ইমরান এইচ সরকার ও হেফাজতে ইসলামের নেতা সাখাওয়াত হোসাইন। ওই অনুষ্ঠানের আলোচনার একটি অংশ নিয়ে বির্তক তৈরি করছে হেফাজত।

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!