চট্টগ্রামে ৫ হুজি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রামে ৫ হুজি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন 1

আদালত প্রতিবেদক : চট্টগ্রামের কর্নেল হাট এলাকার একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হরকাতুল জিহাদের ৫ সদস্যের বিচার শুরু করেছেন আদালত। রবিবার চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় অভিযোগ গঠন করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

রাশেদুল আলম জানান, কর্নেল হাট থেকে গ্রেফতার ৫ হুজি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। আগামী ২৫ জুলাই এসব মামলায় সাক্ষ্যগ্রহণ করা হবে।

অভিযুক্ত আসামিরা হলেন, নাজিম উদ্দিন, তাজুল ইসলাম, আবুজর গিফারী, ইফতেশাম আহমেদ ও নুরে আলম।

আসামিদের মধ্যে তাজুল ইসলাম ও নাজিম উদ্দিনকে গত ৭ ডিসেম্বর নগরীর একে খান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে কর্নেল হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ অপর তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের সদস্য বলে দাবি করে র‌্যাব।

পরে এ ঘটনায় অস্ত্র আইনে দুটি ও বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!