তৃণমূলে সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : জেলা প্রশাসক

মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফীন বলেছেন, বাংলাদেশ সরকার জনগনের কল্যানে কাজ করে যাচ্ছে। দেশের সামগ্রিক উন্নয়ন করতে তূণমূল পর্যায়ে সেবা পৌছে দিতে সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের সমস্যা শুনে তাৎক্ষনিক সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী গণশুনানী কর্মসূচীর আয়োজন করেছে। ফলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করে জনগনের কাছে সরকারী সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ চলছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল উদ্যোক্তদের মাধ্যমে তৃণমুল পর্যায়ে অনলাইন সুবিধা দেওয়া হচ্ছে।

mirsarai-dc-pic
আজ সোমবার (১৪নভেম্বর) মিরসরাই উপজেলা অডিটরিয়মে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফীন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, সরকারহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, বারইয়ারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ রিপন প্রমুখ।
গণশুনানীর পূর্বে মিরসরাই উপজেলার কমলদহ এলাকায় বুড়া হুজুরে মাদ্রাসা, মিরসরাই এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডিজিটাল সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন জেলা প্রশাসক।

 

অনুষ্ঠানের আয়োজন করেন মিরসরাই ডিজিটাল উদ্যোক্তা ফোরাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, কার্য নির্বাহী সদস্য রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।

রিপোর্ট : ইলিয়াছ রিপন, মিরসরাই, চট্টগ্রাম।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!