৭ কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের দাম বেশি নিলেই ব্যবস্থা

দেশে করোনাভাইরাস শনাক্ত হতে না হতেই কিছু অসাধু ব্যবসায়ী হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসলের কৃত্রিম সংকট তৈরি করেছে। যা নিয়ন্ত্রণে আনতে লাগাম টেনেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সাতটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অধিদপ্তরের অনুমোদন নিয়ে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করছে। যার নির্ধারিত মূল্য ও সরবরাহসহ একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে সাত প্রতিষ্ঠানের হ্যান্ড স্যানিটাইজারের নির্ধারিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।

১. এসকেএফ ফার্মাসিউটিক্যালস
হ্যান্ডিরাব সল্যুশন ২০০ মি.লি. : ১০০ টাকা
হ্যান্ডিরাব সল্যুশন ১০০ মি.লি. : ৫২ টাকা
হ্যান্ডিরাব সল্যুশন ৫০ মি.লি. : ৪০ টাকা

২. এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
হেক্সাসল হ্যান্ড রাব ৫০০ মি.লি. (ডিসপেনসারসহ) : ২১৫.৬৫ টাকা
হেক্সাসল হ্যান্ড রাব ৫০০ মি.লি. (বোতল) : ১৯৬.৩৩ টাকা
হেক্সাসল হ্যান্ড রাব ২৫০ মি.লি. (ডিসপেনসারসহ) : ১৪০.৪২ টাকা
হেক্সাসল হ্যান্ড রাব ২৫০ মি.লি. (বোতল) : ১৩০.৩৯ টাকা
হেক্সাসল হ্যান্ড রাব ৫০ মি.লি. : ৪০.১২ টাকা
ক্লিনজেল হ্যান্ড স্যানিটাইজার ১০ মি.লি. : ৭৫ টাকা
ক্লিনজেল হ্যান্ড স্যানিটাইজার ৫০ মি.লি. : ১০০ টাকা

৩. ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস
স্যানিস্ক্রাব স্কিন ক্লিনজার ২৫০ মি.লি. : ৩০০ টাকা
স্যানিককর্ড জেল ৬ গ্রাম (টিউব) : ৫০ টাকা
স্যানিটাইজা হ্যান্ড রাব ২৫০ মি.লি. : ১৩০ টাকা
স্যানিটাইজা হ্যান্ড রাব ৫০ মি.লি. : ৪০ টাকা

৪. জেনারেল ফার্মাসিউটিক্যালস
হ্যান্ডিওয়াশ সলিউশন ২৫০ মি.লি (বোতল) : ১৩০ টাকা
হ্যান্ডিওয়াশ সলিউশন ৫০ মি.লি (বোতল) : ৪০ টাকা

৫. গ্রীনল্যান্ড ফার্মাসিউটিক্যালস
হ্যান্ড স্ক্রাব ২৫০ মি.লি. : ২৫০ টাকা
হ্যান্ডিসল ২৫০ মি.লি. : ১৩০ টাকা
হ্যান্ডিসল ১২৫ মি.লি. : ৭০ টাকা
হ্যান্ডিসল ৫০ মি.লি. : ৪০ টাকা

৬. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
জারমিসল হ্যান্ড রাব ২০০ মি.লি. (বোতল) : ১৩০.৩৯ টাকা
জারমিসল হ্যান্ড রাব ২০০ মি.লি. ( পাম্প ও ডিসপেনসারসহ) : ১৪০.৪২ টাকা
জারমিসল হ্যান্ড রাব (ওয়াসারসহ) ৫০ মি.লি. : ৪০ টাকা

৭. অপসোনিন ফার্মাসিউটিক্যালস
কেভিরাব হ্যান্ড রাব ২৫০ মি.লি. (বোতল) : ১০৫.৭২ টাকা
কেভিরাব হ্যান্ড রাব ৫০ মি.লি. (বোতল) : ৩১.২২ টাকা

এদিকে নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রসঙ্গত, দেশে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার ও এর কাঁচামাল মজুদ আছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওই নোটিশে খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলা হয়, এক ব্যক্তির কাছে একটির বেশি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি না করার জন্য। যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!