লোহাগাড়ায় বালু উত্তোলনের দায়ে দুই শ্রমিকের কারাদণ্ড

ড্রেজার মেশিন ধ্বংস

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে দুই শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) দুপুর ১টায় চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ। এ সময় একটি ড্রেজার মেশিনও পুড়িয়ে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চুনতি কাঁঠালিয়া পাড়ার কালা মিয়ার ছেলে রাশেল উদ্দিন (৩০) ও উত্তর আধুনগর মৌলভী পাড়ার হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (২৮)।

ইউএনও তৌছিফ আহমেদ বলেন, ‘চুনতি সাতগড় এলাকায় ড্রেজার মেশিন দিয়ে খোলা গর্ত থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ শ্রমিককে আটক করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!