৬২ লাখ টাকার চেক ও ঘুষ লেনদেনের ফাইলসহ এলএ শাখার দালাল দুদকে ধরা

কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) দালাল মহেশখালীর সেলিম উল্লাহকে আটক করেছে দুদক। এসময় তার অফিস থেকে ৬২ লাখ ৬২ হাজার টাকার ৩৪টি চেক, ঘুষ লেনদেন হিসাবের ৮/১০টি ডায়েরি ও ক্ষতিপূরণ আবেদনের বিপুল পরিমাণ ফাইল জব্দ করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে লালদিঘির পাড় ইডেন গার্ডেন নিজ অফিস থেকে সেলিমকে আটক করা হয়েছে৷ সেলিম মহেশখালী শাপলাপুরের হাবিবুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জানান, র‌্যাবের অভিযানে ৯৩ লাখ ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটকের ঘটনায় দুদকের দায়ের করা মামলার দীর্ঘ তদন্তে জমি অধিগ্রহণে ঘুষ লেনদেনে সেলিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই তাকে ওই মামলার আসামি হিসেবে আটক করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!