করোনার ভ্যাকসিন ‘আবিষ্কারক’ র‌্যাবের হাতে ধরা

করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করার দাবি করে প্রতারণার অভিযোগে বিশ্বজিৎ আচার্য নামের এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করেছে র‌্যাব।

বুধবার (২২ জুলাই) আকবরশাহ থানার কর্নেলহাট এলাকা থেকে তাকে আটক করা হয় আটক বিশ্বজিৎ ওই এলাকার ভাস্কর আচার্যের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, নগরীর কর্নেলহাট এলাকায় একটি দোকানে ব্যানার টাঙিয়ে করোনার প্রতিষেধক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এতে দেখা যায় করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি করে ওষুধ বিক্রির নামে ওই হোমিওপ্যাথি চিকিৎসক মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এ সময় তিনি হোমিওপ্যাথি চিকিৎসার কোনো লাইসেন্সও দেখাতে পারেন নি। প্রতারণার দায়ে তাকে আটক করা হয়েছে। আটক বিশ্বজিতের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তাকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!