২৮ ফেব্রুয়ারি ঢাকায় সিপিবি-বাসদের আধা বেলা হরতাল

২৮ ফেব্রুয়ারি ঢাকায় সিপিবি-বাসদের আধা বেলা হরতাল 1ঢাকা প্রতিনিধি : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী মঙ্গলবার ২৮ (ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় আধা বেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল পালিত হবে।
শুক্রবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে নেতারা বলেন, ‘চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানিখাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার দায় জনতার ওপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেবে না।’ তারা আরো বলেন, ‘সিপিবি-বাসদ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ সময় বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ‘১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।’ তিনি আরও বলেন, ‘জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা এবং দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!