২৩ সিএনজি চলবে চবি ক্যাম্পাসের ভেতরে, নিয়ন্ত্রণ থাকবে প্রশাসনের হাতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সাথে সিএনজিচালকদের বিরোধ মেটাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের সিএনজির নিয়ন্ত্রণ থাকবে বিশ্ববিদ্যালয়ের হাতে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী থানা, স্থানীয় জনপ্রতিনিধি ও সিএনজি চালক-মালিকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ক্যাম্পাসে সিএনজির নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের হাতে থাকবে। সিএনজিচালকদের বিষয়ে কিছু নীতিমালা তৈরি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সিএনজি চালকদের কাগজপত্র জমা দিতে বলেছিলাম। ২৩ জন চালক তাদের কাগজপত্র জমা দিয়েছে। ক্যাম্পাসে এই ২৩টি সিএনজি চলবে।’

প্রক্টর আরও বলেন, ‘সিএনজি চালকদের জন্য পোশাকও নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত প্রতিটি সিএনজিতে স্টিকার লাগানো থাকবে। সেখানে একটা কিউআর কোড, প্রক্টর অফিসের নম্বর ও মালিক সমিতির নম্বর থাকবে। শিক্ষার্থীরা কিউআর কোড স্ক্যান করে সিএনজি নিবন্ধনকৃত কিনা যাচাই করতে পারবে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!