২০৪১ সাল পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান মেয়র নাছির

রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনাকে আগামী ২০৪১ সাল পর্যন্ত দেখতে চান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার বিকেলে (১৭ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাত বার্ষিকীর আলোচনা সভায় এ প্রত্যাশার কথা জানান।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

মেয়র বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাননি। তিনি একে একে স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। গরীব নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়ে যাচ্ছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর বয়স প্রায় ৭৪ বছর। চলতি সরকারের এই মেয়াদ শেষে উনার বয়স হবে প্রায় ৭৮ বছর। আগামী ২০৪১ সালের রূপকল্পের বাংলাদেশ বাস্তবায়িত করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিকল্প নেই। তার সুযোগ্য নেতৃত্বেই বাস্তবায়িত হবে রূপকল্পের বাংলাদেশ। মহান সৃষ্টিকর্তা পরম করুনাময়ের কাছে আকুল প্রার্থনা তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে ২০৪১ পর্যন্ত দেশ পরিচালনার তৌফিক দান করুক।’

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ ডা আফছারুল আমিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী,আইন সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্য নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার,জাফর আলম চৌধুরী, আবদুল লতিফ টিপু, থানা আওয়ামী লীগ নেতা হাজী সিদ্দিক আলম,আলহাজ ফিরোজ আহমেদ, হারুনুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, অধ্যাপক মো ইসমাইল, ছিদ্দিক আহমদ, সেলিম রেজা, নুরুল আমিন কালু, হাজী আবু তৈয়ব সিদ্দিকী, জহুর আহমদ কোম্পানি, শমসের হাসান মাহমুদ শমসের, জোবাইরা নার্গিস খানসহ ওয়ার্ড, থানা ও ইউনিট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!