১৮ পার হতেই চট্টগ্রামে তিন লাখ তরুণ ভোটারতালিকায়, সবচেয়ে বেশি ফটিকছড়ি-সাতকানিয়ায়

বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর চট্টগ্রামে ভোটারতালিকায় স্বয়ংক্রিয়ভাবে ঢুকে গেলেন তিন লাখেরও বেশি তরুণ। সামনের দ্বাদশ সংসদ নির্বাচনে তারা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। আগামী ২ মার্চ ভোটার দিবসে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বর্তমানে চট্টগ্রামজুড়ে মোট ভোটারের সংখ্যা ৫৮ লাখ ৮২ হাজার ৯৮ জন।

২০২২ সালের ২০ মে ভোটারতালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। এর আগে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয় ওই বছরের ১৯ নভেম্বর। ওই সময় একইসঙ্গে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্যও সংগ্রহ করা হয়। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর তারাও ভোটারতালিকায় ঢুকে যাবেন স্বয়ংক্রিয়ভাবে।

ভোটারতালিকার সর্বশেষ হালনাগাদ কার্যক্রমে চট্টগ্রামে পাঁচ লাখ ৪৮ হাজার ৩৫৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর ভোটারতালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন মোট তিন লাখ ১৪ হাজার ২৩৫ জন।

অন্যদিকে মৃত্যুজনিত কারণে ভোটারতালিকা থেকে বাদ পড়েছেন ৬০ হাজার ৭৪৮ জন। নিজেদের ইচ্ছায় চট্টগ্রাম থেকে অন্য জেলার ভোটারতালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২০ হাজার ৭১১ জন।

এছাড়া চট্টগ্রামে ১৬ ও ১৭ বছর বয়সী দুই লাখ ৩৪ হাজার ১২১ জন নাগরিক নতুন করে নিবন্ধিত হয়েছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার পরই তারা তালিকায় ঢুকবেন।

চট্টগ্রামে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ২৯ হাজার ৬৫১ জন নতুন ভোটার এসেছেন ফটিকছড়ি উপজেলা থেকে। ২৭ হাজার ১০ জন নতুন ভোটার নিয়ে সাতকানিয়া উপজেলা আছে তালিকার দ্বিতীয় স্থানে। অন্যদিকে সাত হাজারের কিছু বেশি নতুন ভোটার নিয়ে তালিকার সবচেয়ে নিচে আছে কর্ণফুলী ও চন্দনাইশ উপজেলা।

তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীতে সবচেয়ে বেশি ১৬ হাজার ৫১৮ জন নতুন ভোটার এসেছেন চান্দগাঁও এলাকা থেকে। এরপরই ১২ হাজার ২৪ জন নতুন ভোটার আছে ডবলমুরিং এলাকায়। কোতোয়ালীতে নতুন ভোটার ১০ হাজার ৫৮৬ জন, পাঁচলাইশে ১০ হাজার ৩৩০ জন।

এছাড়া পাহাড়তলী এলাকায় ৯ হাজার ৩১০ জন নতুন ভোটারের পাশাপাশি বন্দর এলাকায়ও রয়েছে সাত হাজার ৬৩৭ জন।

চট্টগ্রাম জেলায় ফটিকছড়ি ও সাতকানিয়া ছাড়াও মিরসরাই উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ৭১১ জন। বাঁশখালীতেও এ সংখ্যা কাছাকাছি— ২২ হাজার ৬১৫ জন। রাঙ্গুনিয়ায় নতুন ভোটার ২০ হাজার ৪৩৩ জন, আনোয়ারায় ২০ হাজার ৫৭ জন। হাটহাজারীতে নতুন ভোটারের সংখ্যা ১৮ হাজার ৪২৬ জন, লোহাগাড়ায় এ সংখ্যা ১৭ হাজার ৯৫৭ জন।

সীতাকুণ্ড উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৫ হাজার ৩২৫ জন, বোয়ালখালীতে এ সংখ্যা ১০ হাজার ৪৭৯ জন এবং পটিয়ায়ও ১০ হাজার ৩৫৪ জন। এছাড়া সন্দ্বীপে নতুন ভোটারের সংখ্যা ৯ হাজার ৪৫৮ জন, রাউজানে ৮ হাজার ১৬৩ জন।

অন্যদিকে চন্দনাইশে নতুন ভোটার হয়েছেন মাত্র সাত হাজার ৯০৬ জন, কর্ণফুলী উপজেলায়ও এর কাছাকাছি— মাত্র সাত হাজার ২৮৫ জন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!