১৪ বছর পর আলো জ্বলছে সেই নুর বেগমের ঘরে

গত ১৯ জানুয়ারী দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে ‘থাকুক উপোস, পিতৃহারা তিন মেয়েকে পড়ানোর স্বপ্নে মায়ের লড়াই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার অসহায় নারী নুর বেগমের পাশে এসে দাঁড়ালেন অনেকেই।

নুর বেগমের পরিবার ২৭ জানুয়ারি সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা করলে নুর বেগমকে নগদ ১০ হাজার টাকা অর্থসহায়তা দেন তিনি। পাশাপাশি পিতৃহীন তিন মেয়ের বইখাতা, স্কুলের ড্রেসসহ তাদের লেখাপড়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন ব্যক্তিগত উদ্যোগে নুর বেগমের বিদ্যুৎবিহীন ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। ৩১ জানুয়ারি সন্ধ্যায় নুর বেগমের ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর বাতি ও ফ্যানের ব্যবস্থা করা হয়।

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মো.জয়নাল আবেদীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রায় ১৪ বছর ধরে পতেঙ্গা এলাকায় নুর বেগমের পরিবার বিদ্যুৎবিহীনভাবে বসবাস করছিল। এ খবর আমাদের অগোচরেই ছিল। চট্টগ্রাম প্রতিদিনে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর আমরা তাদের জন্য কিছু করার তাগিদ অনুভব করি।

এসকে/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!