সাতকানিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এওচিয়া ইউনিয়নের খান বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে আনিছ ও নোমান ও হাসানের নাম জানা গেলেও বাকি একজনের নাম জানা যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কলিমুল্লার অনুসারি ছাত্রলীগ নেতা আনিছ, নোমান, হাসানের সঙ্গে পাহাড়তলী আলীনগরের ছাত্রলীগ নেতা সাইফুল, নাইম ও শাহরুখের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সাইফুল, শাহরুখ ও নাইম মিলে কলিমুল্লার অনুসারিদের উপর হামলা চালায়। এতে আনিছ, নোমান, হাসানসহ ৪জন আহত হয়।

এ ব্যাপারে এওচিয়া যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, ‘মারামারির বিষয়টি আমি শুনেছি। আমার কাছে উভয়পক্ষ এসেছে। এটা আগামী পরশু বসে সমাধান করার চেষ্টা করব।’

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কলিমুল্লাহ বলেন, ‘এটা আমার অনুসারীদের ওপর পরিকল্পিত হামলা। আমি লকডাউনের কারণে কর্মসূচি ঘোষণা করতে পারছি না। লকডাউনের পর এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!