সাতকানিয়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

লকডাউন পরিস্থিতিতে সাতকানিয়ায় মাঠ থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল ছাত্রলীগ। সাতকানিয়ার বাজালিয়া এলাকার কৃষক শাহজাহানের ক্ষেতের ধান কেটে তার ঘরে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাজালিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোস্তাক আহমদের নেতৃত্বে ছাত্রলীগের অন্যান্য সদস্যরা ধান কেটে দেওয়ার কাজ করেন।

এ বিষয়ে মোস্তাক আহমদ বলেন, ‘করোনার এই লকডাউনে কৃষক শাহজান মিয়া কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদদীনের পরামর্শে আমরা তার জমির ধান কেটে দিই। আমার সাথে কাজ করেছে কর্নেল অলি আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তৌহিদ,অনিক, জায়েদ, জহির, শাহরিয়ার রিয়াদ ও আরাফাত। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা আসিফউল হকও ছিলেন।’

এ সময় আমাদের আপ্যায়ন করেন বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত।

এ ব্যপারে কৃষক শাহজান মিয়া বলেন, আমার মাঠে ধান পাকলে শ্রমিকের অভাবে টেনশনে ছিলাম কিন্তু মোস্তাক এবং অন্যান্য ছাত্রলীগের কর্মীরা মিলে আমার ১ কানি জমির ধান ঘরে তুলে দেয়ায় আমি আন্তরিকভাবে খুশি। তাদের জন্য আল্লাহর কাছে দুয়া করেছি।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!