সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৩ জুন) পতেঙ্গা আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদীবন্দরে এক নম্বর সংকেত বহাল থাকবে। এ সময় পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের আধিক্য বিরাজ করছে। এ সময় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতি বিবেচনা করে রোববার সন্ধ্যার পর এ সতর্কতা সংকেত তুলে নেওয়া হতে পারে।’

এসআর/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!