শীতের থাবায় কাঁপছে চট্টগ্রাম, করুণ দশা গরিবের

লাগামছাড়া দাম শীত পোশাকের

চলতি সপ্তাহের শেষ মুহূর্তে হঠাৎ করেই প্রাবল্য বেড়েছে শীতের। পৌষের শুরুতেই শীত ঢুকে পড়ায় নাকাল অবস্থায় পড়েছেন নগরীর নিম্ন আয়ের মানুষেরা। অন্যদিকে পৌষের এই কনকনে শীত মোকাবেলায় নগরবাসীরা একসাথে ছুটছেন গরম পোশাকের খোঁজে। এই সুযোগে বিক্রেতারাও বাড়িয়ে দিয়েছেন দাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর জহুর হকার্স, রেয়াজউদ্দিন বাজার, চকবাজার এলাকায় বিভিন্ন শীতের পোশাকের দোকান ঘুরে দেখা যায়, চড়া দামে বিক্রি হচ্ছে শীতের পোশাক। মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ২৫০০ টাকায়। তবে ছোট বাচ্চাদের শীতের পোশাকের দাম অতিরিক্ত রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা।

জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী তারেক আহমেদ জানান, ‘গত সপ্তাহের তুলনায় বেচাকেনা জমে উঠেছে। তবে গত দুইদিনেই বেশ ভালো বেচাকেনা হয়েছে। তবে বাজার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে শীতের পোশাকের দাম চড়া।’

শীতের থাবায় কাঁপছে চট্টগ্রাম, করুণ দশা গরিবের 1

এদিকে শুক্রবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে বন্ধ ছিল নগরীর মার্কেটগুলো। তবে কর্মজীবী মানুষকে টার্গেট করে চট্টগ্রাম নগরীর টেরিবাজার, আন্দরকিল্লা, জহুর হকার্স, নিউমার্কেট, আগ্রাবাদসহ বেশকিছু এলাকায় শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছিলেন ভ্রাম্যমাণ বিক্রেতারা।

চট্টগ্রাম নগরীর মার্কেটগুলোর তুলনায় কম দাম থাকায় ভিড় লক্ষ্য করা গেছে ভ্রাম্যমাণ দোকানগুলোতে। নগরীর ভ্রাম্যমাণ এসব শীতের পোশাক বিক্রেতারা ২০০-৮০০ টাকায় বিক্রি করছেন শীতের পোশাক।

টেরিবাজার এলাকার ভ্রাম্যমাণ বিক্রেতা মো. জয়নাল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন- ‘জহুর হকার্সে একটি দোকানে চাকরি করি। পাশাপাশি গত তিন সপ্তাহ ধরে প্রতি শুক্রবার এইখানে বসছি শীতের পোশাক নিয়ে। তবে আজকের (২০ ডিসেম্বর) বেশ ভালো বিক্রি হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গত একদিনের ব্যবধানে কমেছে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এই শৈত্যপ্রবাহ চলতে পারে ২২ ডিসেম্বর পর্যন্ত। ২৮ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ আবারও শুরু হতে পারে। এছাড়াও জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময় শীতের তীব্রতা আরোও বেড়ে যাওয়ার আগাম আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এএ/এসএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!