রাতের চট্টগ্রাম বিমানবন্দরে ২২ লাখ টাকার সিগারেট

দুই যাত্রী অজ্ঞাত, একজন ফটিকছড়ির

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা পৃথক দুইটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ১১১২ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলার হাফেজ মোহাম্মদ হাসান নামের এক যাত্রীর কাছ থেকে ইজি ব্রান্ডের ১৭৪ কার্টন সিগারেট জব্দ করে এনএসআই টিম। তিনি বাংলাদেশ বিমানের বিজি ৪১৫ এয়ারলাইন্স করে রাত সাড়ে ৮ টায় দুবাই থেকে শাহ আমানতে আসেন।

রাতের চট্টগ্রাম বিমানবন্দরে ২২ লাখ টাকার সিগারেট 1

পরে রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার জি নাইন ৫২৩ ফ্লাইটের যাত্রী থেকে ৮০২ কার্টন একই ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। একই ফ্লাইটের অন্য যাত্রী থেকে ১৩৬ কার্টন সিগারেট পাওয়া যায়। সিগারেটের কার্টন ভর্তি ব্যাগেজ শাহ আমানতের ইন্টারন্যাশনাল এরাইভাল বেল্টে ফেলে যাত্রীরা পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত হিসেবে এগুলো জব্দ করা হয়।

কাস্টম হাউসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মোট ১১১২ কার্টন সিগারেট কাস্টমসের হেফাজতে আনা হয়েছে।

জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ সিগারেটের বাজার মুল্য ২২ লাখ ২৪ হাজার টাকা।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!