শনিবার থেকে তীব্র গ্যাস সংকটে নগরবাসী

শনিবার থেকে তীব্র গ্যাস সংকটে নগরবাসী 1প্রতিদিন ডেস্ক : শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রামে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে গত ৩ দিন ধরে চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামে গ্যাস সরবরাহ এখন ৪০০ মিলিয়ন ঘনফুট থেকে ২০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না। এখন শুধু কাফকোতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে।’

গ্যাসের অভাবে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আবাসিক গ্রাহকরাও গ্যাস সংকটে পড়েছেন। গত ৩ দিন ধরে নগরীর অধিকাংশ এলাকায় রান্নার চুলা জ্বলছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

কেজিডিসিএল’র প্রধান নির্বাহী প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার বলেন, ‘জাতীয় গ্রিড ও এলএনজি টার্মিনাল মিলে আমরা ৩৮০-৩৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেতাম। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস পেতাম এলএনজি থেকে। গত তিন ধরে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় এখন আমরা জাতীয় গ্রিড থেকে পাওয়া ২০০-২২০ মিলিয়ন ঘনফুট গ্রাহকদের সরবরাহ করছি।’

তিনি আরও বলেন, ‘এলএনজি সরবরাহ বন্ধ থাকায় এখন গ্যাস নির্ভর তিনটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কারখানাও

এলএনজি সরবরাহের পর রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট ও শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ দেওয়া হয়েছি। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন এ দুটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে চিটাগং ইউরিয়া সার কারখানা সিইউএফএল-এ উৎপাদনও। এলএনজি সরবরাহ বন্ধ থাকায় উৎপাদনে থাকা এই কারখানাটি গ্যাস সরবরাহ দিতে পারছেন না কর্তৃপক্ষ। এছাড়া নতুন গ্যাস সংযোগ পাওয়া ২০০ বেশি শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কমে গেছে। এতে কমে গেছে স্থানীয় উৎপাদন।

এলএনজি সরবরাহ নিয়ন্ত্রণ করে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (এলএনজি)রফিকুল ইসলাম বলেন, ‘যে জাহাজ থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছিল তার নিচে সাগরে পানির মধ্যে ভাল্বসহ কিছু যন্ত্রপাতি রয়েছে। এগুলোর মধ্যে একটি ইমার্জেন্সি শাটডাউন ভাল্বে সমস্যা দেখা দিয়েছে। যেই কারণে পাইপলাইনে এলএনজি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘৩০-৩৫ মিটার গভীরতায় হওয়ায় ভাল্বটি মেরামতে কিছুটা সময় লাগবে। ডুবুরির সহযোগিতায় ভাল্বটি মেরামত করতে হবে। এটি মেরামতের চেষ্টা চলছে।’

তবে ঠিক কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘পানির নিচে হওয়ায় দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে না। এর জন্য সপ্তাহ খানেক সময় লাগবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!