রোগী সেজে বায়েজিদে সিএনজি অটোরিকশা ছিনতাই করে তারা

রোগী সেজে হাসপাতালে যাওয়ার ভান করে রাস্তার মধ্যে চলন্ত ফাঁকা সিএনজি অটোরিকশাতে উঠে চালককে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দিত । তারপর সেই সিএনজি অটোরিকশার নম্বর প্লেট পরিবরর্তন করে অন্যত্র বিক্রি করে দিত একটি চক্রটি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আনন্দবাজার এলাকায় ছিনতাইকৃত সিএনজি বিক্রির সময় এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহাব উদ্দীন (২৪) ও মো. আলাউদ্দিন (২৯)। দুজনের বাড়িই হাটহাজীর নতুন বাজার এলাকায়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা এই চক্রটাকে খুঁজছিলাম। এই চক্রের সদস্যরা রাতে রাস্তায় নেমে কোন চলন্ত সিএনজিকে থামিয়ে চিকিৎসা নিতে যাবে বলে গাড়িতে উঠে। তারপর সিএনজিতে উঠে চালককে জিম্মি করে নির্জন কোন রাস্তায় মারধর করে ফেলে রেখে যায়। পরে ঐ সিএনজি বিআরটিতে নিয়ে গিয়ে নম্বর, প্লেট পরিবর্তন করে অন্যত্র বিক্রি করে তারা টাকা ভাগবাটোয়ারা করে নেয়। ভোররাতে ছিনতাইয়ের একটি সিএনজি বিক্রি করার সময় আমরা হাতেনাতে ধরে ফেলি দুইজনকে।’

চক্রটির সাথে চট্টগ্রাম বিআরটিএতে অসাধু কর্মচারী-কর্মতাদের সাথে যোগসাজশ রয়েছে বলে জানান ওসি।

আটককৃতদের গ্রেপ্তোর দেখিয়ে থানায় মামলা দায়ের প্রস্তুত চলছে বলে জানান ওসি মো. কামরুজ্জামান।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!