অস্ত্রসহ সন্ত্রাসী ইয়াকুবকে রাঙ্গুনিয়া থেকে ধরলো র‍্যাব

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্বকোদালা এলাকা থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াকুবকে (৫০) আটক করেছে র‍্যাব।

বুধবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে দুইটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। মোহাম্মদ ইয়াকুব রাঙ্গুনিয়া থানার পূর্বকোদালা গ্রামের মীর আহাম্মদ প্রকাশ বদন হাজীর ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ইয়াকুবকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তাকৃত আসামী চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল।

তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার রাঙ্গুনিয়া এবং চন্দ্রঘোনা থানায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং মারামারিসহ চারটি মামলা রয়েছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!